• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

দর্শক প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ মে, ২০২২ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : ঘোষণার পর থেকে ‘মুজিব : একটি জাতির রূপকার’ বায়োপিকটি নিয়ে দেশের মানুষের সীমাহীন কৌতূহল ছিল। হওয়ারই কথা। জাতির পিতার জীবনীমূলক সিনেমা বলে কথা।

গত ১৯ মে মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে উদ্বোধন হয় বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলারটি।

আর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের দর্শকদের বড় একটি অংশ হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ, ভিএফএক্স, যুদ্ধের দৃশ্যায়ন মনোপুত হচ্ছে না অনেকের। শুভর অভিনয় অপরিপক্ব ও সম্পাদনায় অদক্ষতার ছাপ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ক্ষুব্ধ নেটিজেনরা সিনেমার নির্মাতা শ্যাম বেনেগালকে এক হাত নিচ্ছেন।

এমন তুমুল সমালোচনার মধ্যে মুখ খুললেন সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমায় নায়ক আরিফিন শুভ।

ট্রেলারের সমালোচনা প্রসঙ্গে গণমাধ্যমকে শুভ বলেন, ‘মাত্র ১৩ দিন হাতে রেখে এই ট্রেলারটি বানানো হয়েছে। ভিএফএক্সের কাজ করা হয়েছে ১০ দিন। এটি শুধু কান চলচ্চিত্র প্রদর্শনের জন্যই বানানো হয়েছে। অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছু দিনের মধ্যেই।’

অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি-বিচ্যুতি থাকবে না বলে জানালেন শুভ।

তিনি বলেন, ‘সিনেমাটির এখনও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বলতে গেলে রান্নাবান্না চলছে। এর পরেই আসলে কী রান্না হলো তা বোঝা যাবে। যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে, তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনও দুই মাস সময় লাগবে। এরই মধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব। সেখানে ডাবিংয়ে যেসব সমস্যা রয়েছে, সেসবও ঠিক হয়ে যাবে।’

আর আগে ট্রেলার নিয়ে সমালোচনায় হতাশা প্রকাশ করেন সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল। তার মতে, ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো আপনি পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক নয়।

রোববার দ্য টেলিগ্রাফ অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এ ভারতীয় নির্মাতা বলেন, ‘নানা মন্তব্য এসেছে বলে আমি শুনেছি। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক না। সমালোচনা করাও ঠিক না। মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি। ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো আপনি পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না। আপনি শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন।’

এ নির্মাতা আরও বলেন, ‘সোমবার অফিসে গিয়ে বিষয়টি আবার আমি দেখব। কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের দূত উপস্থিত ছিলেন। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তা আমি জানতে চাই।’

প্রসঙ্গত, ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:১৫ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:৩৪ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২৫ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪০ অপরাহ্ণ