• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:

 পিএসজি ক্লাব বিশ্বতারকা মেসিকে ‘নষ্ট করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩ সংবাদটির পাঠক ৩ জন

মাসুদ রানা : লিওনেল মেসির ভবিষ্যৎ কী? এটা সম্ভবত মেসি ছাড়া আর কেউই জানেন না এই মুহূর্তে। বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে তাঁর চুক্তি এই বছরের জুন পর্যন্ত। সেই চুক্তি নবায়ন হবে কি হবে না, এ নিয়ে অনেক দিন ধরেই নানা রকম কথা শোনা যাচ্ছে। তবে সাবেক আর্জেন্টাইন উইঙ্গার পাবলো মওচে মনে করেন, মেসির জন্য সবচেয়ে ভালো হবে চুক্তি শেষেই পিএসজি ছেড়ে দেওয়া। কেন, সেটাও বলেছেন মওচে। তিনি মনে করেন, পিএসজি বিশ্বসেরা এই খেলোয়াড়কে নষ্ট করছে

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলের সঙ্গে এক সাক্ষাৎকারে মওচে বলেছেন, ‘আমার সব সময়ই মনে হয়, পিএসজি ক্লাবটা ওর জন্য অনেক ছোট। ও যে ক্লাবেই খেলুক, যদি দলটা ওকে ঘিরে না খেলে, মানে ওরা বিশ্বের সেরা খেলোয়াড়কে নষ্ট করছে।’

আবার বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি?

বোকা জুনিয়র্সের সাবেক এই উইঙ্গার পিএসজির খেলার ধরনেরও কড়া সমালোচনা করেছেন, ‘আমি মনে করি না যে মেসির যে রকম দল দরকার, সেটা পিএসজির আছে। ওরা ওর সামর্থ্যের মানের নয় যে চ্যাম্পিয়নস লিগের জন্য লড়বে।’

যদি শেষ পর্যন্ত পিএসজি ছেড়ে দেন মেসি, তাহলে কোথায় যেতে পারেন, এ নিয়েও নানা গুঞ্জন চলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। বার্সেলোনার সহসভাপতি রাফায়েল ইয়ুসতেকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল, তাঁরা মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চান কি না। তিনি স্পষ্ট করেই বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। লিও ও তাঁর পরিবার জানে, আমরা ওকে কতটা পছন্দ করি। আমার এখনো কষ্ট লাগে যে ওকে এই ক্লাব থেকে চলে যেতে হয়েছিল।’

মেসিকে কীভাবে নষ্ট করছে পিএসজি?

এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিও পেতে চায় মেসিকে। এর জন্য দরকার হলে এমএলএসের সব ক্লাব মিলে মেসির বেতন দেবে, এ রকম একটা উদ্যোগের কথাও শোনা গেছে।

তবে মওচে মনে করেন, পরবর্তী গন্তব্য ঠিক করার আগে মেসির আরেকটু ভাবা উচিত, ‘তার এমন একটা ক্লাবে যাওয়া উচিত, যেখানে দলটা তাকে ঘিরে খেলবে। ও সর্বোচ্চ সামর্থ্যের খেলোয়াড়। লিওনেল স্কালোনি সবচেয়ে ভালো বোঝে কীভাবে জাতীয় দলের হয়ে তার সেরাটা বের করে আনা যাবে। সে এমন একটা দল তৈরি করেছে, যারা সবাই মেসির সেরাটা বের করে আনার জন্য খেলে।’

এমআর


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:১৫ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:৩৪ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২৫ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪০ অপরাহ্ণ