• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

সারাদেশে ১৮৬ টি মিনি স্টেডিয়াম করতে এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩ সংবাদটির পাঠক ০ জন

এনবি নিউজ : খেলাধুলার মান উন্নয়নের সুখবর দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, আড়াইশ কোটি টাকা ব্যয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আধুনিকায়ন করে খুব শিগগিরই খেলার উপযোগী করা হবে। তাছাড়া সারা দেশে ১৮৬টি মিনি স্টেডিয়াম করার জন্য এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৭ মে) বিকেলে অনূর্ধ্ব-১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কর প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বছরের পর বছর অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় আছে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম। বছরজুড়ে পানির নিচে ডুবে থাকে আউটার স্টেডিয়াম, যা কচুরিপানায় পরিপূর্ণ। তবে এবার আশার বাণী শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর সময় ব্যয় করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিজিবিলিটি স্টাডি করে গত বছরের ডিসেম্বরে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের আলোকে ডিপিপি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে ব্যয় হবে আড়াইশ কোটি টাকা। অনুমোদন পেলে খুব শিগগিরই ক্রিকেট স্টেডিয়ামটি আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার জন্য রূপগঞ্জ উপজেলায় ছয় কোটি ৩৮ লাখ টাকা, আড়াইহাজার উপজেলায় পাঁচ কোটি ৩৯ লাখ টাকা, সোনারগাঁও উপজেলায় ১২ কোটি ৫৭ লাখ টাকা এবং বন্দর উপজেলায় পাঁচ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে চারটি উপজেলায় কাজ চলমান রয়েছে। তাছাড়া সারা দেশে মিনি স্টেডিয়াম করার জন্য ১৮৬টি উপজেলায় এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এর কাজ শুরু রয়েছে।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৮টি মাঠ করা হয়েছে। আরও মাঠ দরকার জায়গার অভাবে করা হয়নি। মাদক রোধ করতে হলে খেলাধুলা ও সংস্কৃতি হাতিয়ার হওয়া উচিত।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যেখানে ছিল মাদকের অভয়ারণ্য, অসামাজিক কার্যকলাপ চলত সেই জায়গা উদ্ধারের পর মাঠ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৮টি মাঠ করা হয়েছে। আরও মাঠ করার পরিকল্পনা থাকলেও জায়গার অভাবে করা যাচ্ছে না। শিশুবান্ধব ও স্মার্ট নগরী করতে হলে সিটি করপোরেশনের এরিয়ার মধ্যে যত জায়গা আছে, সেটা যেকোনো সংস্থার হোক না কেন; শর্তসাপেক্ষে আমাদের হস্তান্তর করা হোক। মাদক রোধ করতে হলে খেলাধুলা ও সংস্কৃতি হাতিয়ার হওয়া উচিত। তার জন্য প্রচুর খেলাধুলার মাঠ দরকার।’

পরে শেখ রাসেল নগর পার্ক মিনি স্টেডিয়ামে ক্রীড়া বঙ্গ সাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি অনূর্ধ্ব-১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার প্রদান করেন প্রতিমন্ত্রী ও মেয়র।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:১৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:৩৫ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২৫ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২১ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪০ অপরাহ্ণ