• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়, ৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর এবারের তুষারঝড়। এরই মধ্যে দেশটির পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড় কবলিত এলাকাগুলোতে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তীব্র তুষারঝড় এবং ঠান্ডা বাতাসের কারণে এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

অনেক এলাকায় বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞেরা।

নর’ইস্টার নামের এ তুষারঝড়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকায় দুই ফুট উঁচু বরফের স্তর জমেছে। ম্যাসাচুসেটসে ৯৫ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রোববার পর্যন্ত তীব্র ঠান্ডা থাকতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।

আবহাওয়াবিদ ম্যাথু ক্যাপুচ্চি বিবিসিকে বলেন, বড় সমস্যা হচ্ছে–তীব্র তুষারপাত। প্রতি ঘণ্টায় একটি জায়গায় আট থেকে ১০ সেন্টিমিটার পুরু বরফ পড়ছে। পৃথিবীর কোনো সড়ক পরিচ্ছন্নতাকর্মীর পক্ষেই এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ কারণে প্রায় সব সড়কই কার্যত বন্ধ হয়ে গেছে।’

তুষারঝড়টি ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে মেইনে অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও সতর্ক করা হয়েছে।

তুষারঝড়ের গতিপথে থাকা নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নরেরা জরুরি অবস্থা জারি করেছেন। জীবনের নিরাপত্তার জন্য এসব অঙ্গরাজ্যের প্রায় ৭৫ লাখ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

বোস্টনের মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শুধু জরুরি পরিস্থিতিতেই ঘর থেকে বের হওয়া যাবে। এর আগে ২০০৩ সালে এরকম এক ঝড়ে ২৪ ঘণ্টায় সেখানে ৭০ সেন্টিমিটার পুরু রেকর্ড পরিমাণ বরফ পড়েছিল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:০৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২২ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪৫ অপরাহ্ণ