• সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:

আইনের আলোকেই নির্বাচনকালীন সরকারের কাছে সহযোগিতা চাইবো: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জুলাই, ২০২২ সংবাদটির পাঠক ০ জন

এনবি নিউজ : আইনের আলোকেই নির্বাচনকালীন সরকারের কাছে সহযোগিতা চাইবো। নির্বাচনের সময়কার সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় একটা সরকার তো থাকবে। ওই সরকার আমাদের সহযোগিতা করবে। আমরা সরকারের ওপর প্রাধান্য বিস্তার করতে পারবো। আমাদের এই সহযোগিতাগুলো করতে হবে। সরকার তখন না করতে পারবে না, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

আজ সোমবার ২৫ জুলাই বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আইনের আলোকেই সরকারের কাছে সহযোগিতা চাইবো। সে বিষয়ে আমাদের ভূমিকাটা দেখবেন। আমাদের ওপর আরোপিত ক্ষমতার কমান্ড আমার হাতে। কিন্তু শক্তিটা পুলিশ, বিজিবি ও অন্যদের হাতে। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে, সেই অবস্থা সৃষ্টি করতে হবে। নির্বাচনের প্রয়োজনেই সেটি অপরিহার্য।’

তিনি বলেন, ‘নির্বাচনের কাজটি সহজ নয়। কঠিন হলেও চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমাদের সবার মধ্যে যদি চিন্তায় ঐক্য থাকে, চেতনায় ঐক্য থাকে, বিশ্বাসে আন্তরিকতা-সততা থাকে, তাহলে যেকোনও কঠিন কাজ আমরা সাধ্যে আনতে পারবো।’

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘সংবিধান যদি কালকেই সংশোধন হয়, আমরা তার আওতায় পড়বো। ১৮তম হলে তার আওতায় পড়বো। ১৯তম হলেও পড়বো। এতে আমাদের কোনও অসুবিধা নেই। আপনারা রাজনৈতিক শক্তি যারা আছেন, নিজেদের তরফে চেষ্টাগুলো করে যান। যাতে রাজনৈতিক পরিবেশটা ভোটাধিকার প্রয়োগে অনুকূলে থাকে। নির্বাচনের সময় সব দল ও অংশীজনের কমিটমেন্ট প্রয়োজন।’

সিইসি বলেন, ‘যে করেই হোক জিততে হবে, কোনোভাবেই হারবো না—এমন মানসিকতা থাকলে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ৬ মে, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:২১ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২৯ অপরাহ্ণ
    এশা রাত ৭:৫১ অপরাহ্ণ