• শনিবার, ১১ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, গত ১০ দিনে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩ সংবাদটির পাঠক ০ জন

এনিবি নিউজ : চলতি বছরে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তাদের এক-তৃতীয়াংশই জুনের প্রথম ১০ দিনে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে ২২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৯ জনই মারা গেছেন জুনের প্রথম ১০ দিনে।

আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও ১৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮ জন। এর আগে গত বুধবার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ১৫৬ জনকে নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২১ জনে। তাদের মধ্যে ৯৯৯ জন জুন মাসের রোগী।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২২ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৪৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন।

স্থাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন ও মে মাসে ২ জনের মৃত্যু হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ১১ মে, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৫৬ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:১৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:৩২ অপরাহ্ণ
    এশা রাত ৭:৫৪ অপরাহ্ণ