• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৭ জুন, ২০২১ সংবাদটির পাঠক ০ জন

 

এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া আট জন মারা গেছেন উপসর্গ নিয়ে। অন্য একজনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গতকাল শনিবার হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে আট জনই ছিলেন করোনা পজিটিভ।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ রোববার সকালে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন চার জন। এর মধ্যে নগরীর একজন, পুঠিয়ার একজন, দুর্গাপুরের একজন ও গোদাগাড়ী উপজেলার একজন রয়েছেন। আগের দিন এই জেলায় করোনা পজিটিভ হয়ে দুজনের মৃত্যু হয়েছিল। শনিবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ১৪৯ জন। একই সঙ্গে জেলায় শনাক্তের হারও বেড়েছে। সর্বশেষ জেলার এক হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৯ দশমিক ৭৯ শতাংশ। সেখানে ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭১ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এনবি নিউজকে জানান, আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৫ জন। একই সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৩৪ জন।

শামীম ইয়াজদানী জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোরের একজন পজিটিভ ছিলেন। অন্যদের মধ্যে আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে। এর মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন। এ ছাড়া করোনা ইউনিটে মারা যাওয়া রাজশাহীর একজনের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। করোনা ইউনিটে মৃত ১০ জনের মধ্যে সাত জন পুরুষ এবং তিন জন নারী।

হাসপাতাল পরিচালক আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৭টি শয্যার বিপরীতে যে ৪৩৪ জন ভর্তি আছে, তাদের মধ্যে রাজশাহীরই ২৯১ জন। অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার তিন জন, দিনাজপুরের একজন ও ঢাকা জেলার একজন রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:০৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২২ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪৫ অপরাহ্ণ