• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:

তালেবান আতংকে দেশ ছাড়লেন আফগান গায়িকা আরিয়ানা সাইদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

 

সাগর হোসেন : তালেবানদের ভয়ে গত বুধবার মার্কিন বিমানে কাবুল ছাড়েন আরিয়ানা। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে আপাতত তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন তিনি। তালেবান আফগান দখলের পর মার্কিন বিমানে করে আত্মরক্ষার্থে পালিয়ে যায় দেশটির ৬৪০ নাগরিক। সেই বিমানে ছিলেন আফগান পপ গায়িকা আরিয়ানা সাইদ। দেশটির সাংস্কৃতিক প্রথা ভেঙে তিনি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক। অবশেষে তাঁকেও ছাড়তে হলো দেশ।
২০ বছর দেশটির নারীরা যে স্বাধীনতাপ্রত্যাশী ছিলেন, সেই পথ দেখানো নারীদের অন্যতম আরিয়ানা সাইদ

২০ বছর দেশটির নারীরা যে স্বাধীনতাপ্রত্যাশী ছিলেন, সেই পথ দেখানো নারীদের অন্যতম আরিয়ানা সাইদ

 

মার্কিন মডেলদের মতো সাহসী পোশাকে দেখা গেছে আরিয়ানাকে। নিজের দেশ আফগানিস্তানে খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াতেন তিনি। প্রকাশ্য মঞ্চ বা অনুষ্ঠানে গাইতেন গান। গত ২০ বছর দেশটির নারীরা যে স্বাধীনতাপ্রত্যাশী ছিলেন, সেই পথ দেখানো নারীদের অন্যতম আরিয়ানা সাইদ।

মার্কিন মডেলদের মতো সাহসী পোশাকে দেখা গেছে আরিয়ানাকে

মার্কিন মডেলদের মতো সাহসী পোশাকে দেখা গেছে আরিয়ানাকে
ছবি: ইনস্টাগ্রাম

 

 

আরিয়ানা কাজ করতেন দেশটির দুটি টেলিভিশন চ্যানেলের জন্য। ছিলেন একটি গানের অনুষ্ঠানে বিচারক। আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চল তালেবানের দখলে চলে যাওয়ায় সেখানে আর বসবাস করার সাহস করেননি তিনি। রীতিমতো প্রাণ নিয়ে দেশ ছেড়েছেন। মার্কিন সৈনিকদের বহন করা সেই সি–১৭ বিমানে লুকিয়ে উঠে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। সঙ্গে লিখেছেন, ‘এক সাক্ষাৎকারে বলেছিলাম, “হয়তো আমিই হব মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়া শেষ যোদ্ধা।” মজার ঘটনা হচ্ছে, আজ সেটাই ঘটল আমার জীবনে।’ বিমানের সিটে বসে ঘুমন্ত আরিয়ানা কত বিনিদ্র রাত কাটিয়েছেন, সেই অভিজ্ঞতাও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন।

আরিয়ানার জন্ম আফগানিস্তানের কাবুলে

আরিয়ানার জন্ম আফগানিস্তানের কাবুলে
ছবি: ইনস্টাগ্রাম

 

আরিয়ানার জন্ম আফগানিস্তানের কাবুলে। তবে জীবনের বেশির ভাগ সময় তিনি কাটিয়েছেন সুইজারল্যান্ড ও ইংল্যান্ডে। তখন থেকেই পশ্চিমা জীবনে অভ্যস্ত হয়ে উঠতে থাকেন তিনি। আর লড়াকু মনটা যেন তিনি পেয়েছেন মায়ের কাছ থেকে। তাঁর রক্তে মিশে আছে তাজিক গোষ্ঠীর স্পর্ধা, মা ছিলেন তাজিক জনগোষ্ঠীর মানুষ। দশকের পর দশক ধরে তাজিকরাই তালেবানকে প্রতিরোধ করে আসছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিন্দুকুশ পর্বতের নিচে পঞ্জশির উপত্যকায় বসবাসকারী তাজিকদের দমাতে পারেনি তালেবান।

জীবনের বেশির ভাগ সময় আরিয়ানা কাটিয়েছেন সুইজারল্যান্ড ও ইংল্যান্ডে

জীবনের বেশির ভাগ সময় আরিয়ানা কাটিয়েছেন সুইজারল্যান্ড ও ইংল্যান্ডে
ছবি: ইনস্টাগ্রাম

 

আট বছর বয়সে বাবা–মায়ের সঙ্গে পাকিস্তানের পেশোয়ারে চলে যান আরিয়ানা। সেখান থেকে সুইজারল্যান্ডে। গানের প্রতি ঝোঁক দেখে ১২ বছর বয়সে তাঁকে গানের স্কুলে ভর্তি করিয়ে দেন তাঁর বাবা। ২০১১ সাল পর্যন্ত তিনি আফগানিস্তানে যাননি। সে বছর আফগানদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে আরিয়ানার গাওয়া ‘আফগান পেশারক’ গানটি। তখনই তিনি সিদ্ধান্ত নেন, মাতৃভূমিতে ফিরবেন। সেই থেকে আরিয়ানা আফগানিস্তানে থাকেন। তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করে দাপিয়ে বেড়িয়েছেন পুরো দেশ, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। হয়ে উঠেছেন ‘আফগানিস্তানের কণ্ঠ’। এই সাহসের জন্য ‘ব্রেভারি অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

মঞ্চে গান করছেন আরিয়ানা সাঈদ

মঞ্চে গান করছেন আরিয়ানা সাঈদ
ছবি: ইনস্টাগ্রাম

 

গত রোববার আফগানিস্তানের কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর কয়েক রাত লুকিয়ে ছিলেন আরিয়ানা। বুধবার মার্কিন বিমানে কাবুল ছাড়েন তিনি। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে আপাতত তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন তিনি।

আত্মরক্ষার্থে মার্কিন বিমানে করে স্বামীর সঙ্গে আফগান পপ গায়িকা আরিয়ানা সাইদ

আত্মরক্ষার্থে মার্কিন বিমানে করে স্বামীর সঙ্গে আফগান পপ গায়িকা আরিয়ানা সাইদ
ছবি: ইনস্টাগ্রাম

 

নারী স্বাধীনতা এবং নারী অধিকার রক্ষায় নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন আরিয়ানা সাইদ। এ কারণে অনেকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পিছু হটেননি তিনি। তাঁর অনুপ্রেরণায় অনেক নারীই সাহসের সঙ্গে জীবনে অগ্রসর হয়েছেন। তাঁদের অন্যতম আফগানিস্তানের নারী ফুটবলের জাতীয় দলের খেলোয়াড় নাদিয়া নাদিম। তিনি আরিয়ানার ভাইয়ের মেয়ে।

২০১৮ সালে নিজের ম্যানেজার হাসিব সাইদকে বিয়ে করেন আরিয়ানা

২০১৮ সালে নিজের ম্যানেজার হাসিব সাইদকে বিয়ে করেন আরিয়ানা

২০১৮ সালে নিজের ম্যানেজার হাসিব সাইদকে বিয়ে করেন আরিয়ানা। দেশ ছাড়ার সময় তিনিই আরিয়ানার সঙ্গে ছিলেন। ভাগ্যের জোরে আরিয়ানা দেশ ছাড়তে পারলেও আফগান বহু নারী জানেন না তাঁদের জীবনে কী অপেক্ষা করছে। এই প্রতিবেদন লেখার সময় জানা যায়, আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নর সালিমা মাজারির বাড়ি ঘিরে ফেলেছে তালেবান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:০৫ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:২৫ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ
    এশা রাত ৭:৪৭ অপরাহ্ণ